দপ্তরের কার্যাবলীঃ
ক) মৎস্য ও চিংড়ি চাষী এবং উদ্যোক্তাদের উন্নত প্রযুক্তিভিত্তিক মাছ ও চিংড়ি চাষের পরামর্শ ও প্রশিক্ষন প্রদান।
খ) ব্যক্তি বা প্রতিষ্ঠানকে মৎস্য বিষয়ক প্রকল্প প্রনয়ন, বাস্তবায়নে সহায়তা প্রদান।
গ) মুক্ত জলাশয়ের মৎস্য সম্পদ উন্নয়নের লক্ষ্যে সমাজভিত্তিক মৎস্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা ।
ঘ) মৎস্য সংরক্ষন আইন বাস্তবায়ন।
গ) উপজেলার মৎস্য বিষয়ক সার্বিক তথ্যাদি সংগ্রহ, সংরক্ষণ ও সরবরাহ করা।
ঙ) মৎস্য বিষয়ক উন্নয়ন প্রকল্পের কারিগরী সম্ভাবনা যাচাই পূর্বক বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা।
চ) উপজেলা পর্যায়ে বাস্তবায়িত মৎস্য বিষয়ক সকল তদারকী, পর্যালোচনা ও এতদ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা।
ছ) উপজেলার বিদ্যমান জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে কারিগরী পরামর্শ প্রদান করা।
জ) উপজেলা মৎস্য বিষয়ক প্রাতিষ্ঠানিক সমস্যা চিহ্নিত করা এবং সমাধান কল্পে ব্যবস্থা গ্রহন করা।
ঝ) উন্নত জাতের পোনা সহ মাছ ও চিংড়ি চাষের বিভিন্ন উপাদান, উপকরন সংগ্রহ ও সরবরাহে সহযোগীতা প্রদান।
ঞ) অধিদপ্তরীয় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রকল্প দলিলে বর্নিত দায়িত্ব পালন করা।
সেবা প্রদানকারী কর্মকর্তা / কর্মচারীদের পদবীঃ
সহকারী মৎস্য কর্মকর্তা
ক্ষেত্র সহকারী
অফিস সহকারী
যথাযথ সেবা পাওয়া না গেলে যার সহায়তা চাইবেনঃ
জেলা মৎস্য কর্মকর্তা, ভোলা সদর, ভোলা।
ফোন- ০৪৯১৬২৮৬৭
মোবাইল-০১৭২১০৫৭৯৩৩
যথাসময়ে পাওয়া না গেলে যার সহায়তা চাইবেন (সময়সীমা ৩ কর্মদিবস)
জেলা মৎস্য কর্মকর্তা, ভোলা।
ফোন- ০৪৯১৬২৪০৭
সেবার বিবরন ও প্রদানের সময়সীমা
ক্র নং | সেবা সমূহ | সেবা গ্রহনকারী | সেবা প্রদানের সময়সীমা |
০১ | মৎস্য চাষ বিষয়ক গ্রুপ/বিষয় ভিত্তিক প্রশিক্ষন/মত বিনিময় সভা আয়োজনের মাধ্যমে সম্প্রসারন সেবা প্রদান। | উদ্যোক্তা/মৎস্যজীবি/মৎস্যচাষী | অফিস সময়ে |
০২ | সার্বিক মৎস্য উৎপাদন বৃদ্ধির কার্যকর ব্যবস্থা /পরিকল্পনা প্রনয়নের মাধ্যমে জনগনকে দৃষ্টি যোগানে সহায়তা প্রদান। | উদ্যোক্তা/মৎস্যজীবি/মৎস্যচাষী | অফিস সময়ে |
০৩ | মৎস্য সম্পদ সংরক্ষনে সচেতন ও উদ্বুদ্ধকরন কার্যক্রম বিষয়ক সেবা প্রদান। | উদ্যোক্তা/মৎস্যজীবি/মৎস্যচাষী | অফিস সময়ে |
০৪ | অফিসে আগত মৎস্য চাষীদের মৎস্য চাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান। | উদ্যোক্তা/মৎস্যজীবি/মৎস্যচাষী | অফিস সময়ে |
০৫ | মাছ ও চিংড়ি প্রদর্শনী খামার স্থাপনে সহায়তা সেবা প্রদান করা। | উদ্যোক্তা/মৎস্যজীবি/মৎস্যচাষী | অফিস সময়ে |
০৬ | মৎস্য চাষ বৃদ্ধির লক্ষ্যে/প্রতিষ্ঠানকে মৎস্য ঋন প্রাপ্তিতে সহায়তা সেবা প্রদান। | ব্যক্তি/প্রতিষ্ঠান | অফিস সময়ে |
০৭ | মৎস্য চাষের আধুনিক উপকরন ও যন্ত্রপাতি সংগ্রহে সংশ্লিষ্ট জনগনকে সহায়তা সেবা প্রদান। | ব্যক্তি/প্রতিষ্ঠান | অফিস সময়ে |
০৮ | বানিজ্যিক ভিত্তিতে জনগনকে মাছ চাষে উদ্বুদ্ধ করন ও কারিগরী সহায়তা সেবা প্রদান। |
| অফিস সময়ে |
০৯ | দেশী প্রজাতির মৎস্য সংরক্ষন ও সম্প্রসারনে সহায়তা সেবা প্রদান। | উদ্যোক্তা/ মৎস্যচাষী/জনগন | অফিস সময়ে |
১০ | মৎস্য সম্পদ সংরক্ষন ও উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান ও দারিদ্র বিমোচন সহায়তা প্রদান। | উদ্যোক্তা/ মৎস্যচাষী/জনগন | অফিস সময়ে |
১১ | সরকারী/আধাসরকারী/প্রাতিষ্ঠানিক জলাশয়, প্লাবন ভূমিতে মাছের পোনা অবমুক্তির মাধ্যমে কর্মসংস্থান ও দারিদ্র বিমোচন সহায়তা প্রদান। | উদ্যোক্তা/ মৎস্যচাষী/জনগন | অফিস সময়ে |
১২ | জনস্বার্থে প্রয়োজনীয় অন্যান্য যে কোন সেবা প্রদান। | উদ্যোক্তা/ মৎস্যচাষী/জনগন | অফিস সময়ে |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS